ছুটে আয় ছোট্টরা
        ।।সুদীপ সিনহা।।
কচিকাঁচা চলে যায়,
ছুটে আয় সত্তর।
নিয়ে আয়, গল্পের,
যত বই পত্তর।

খুলে দেখ আকাশেতে,
কিসে মারে চক্কর,
কোন গ্রহ আগে ছোটে,
কার সাথে টক্কর।

কোন তারা বনবন,
কোন দিকে ঘুরপাক।
গ্যালাক্সি ,ধূমকেতু,
কোথা ছোটে ঝাঁকঝাঁক।

ওরাও কি কথা বলে?
চিৎকার গাঁক গাঁক।
গান গেয়ে ছুটে চলে?
চিৎকার হাঁকডাক?

ওরাও কি নাচে সব,
তা ধিন ধিন তা?
লেখাপড়া খুব করে,
খুব করে চিন্তা?

কাল রাতে,তারাদের,
দেখে হল ভাবনা।
ওরা সব কি যে খায়,
ঘাস না কি জাবনা?

তোরা কি বলিস বল,
ঠিক ভেবে চিন্তে।
ওরা কি কখনো নামে,
নীচে কিছু কিনতে?

দেখা হলে জেনে নিস,
ওদেরকে খুঁচিয়ে।
এসব প্রশ্নগুলো,
দেবে ঠিক বুঝিয়ে।
26/09/20

Good morning 💐💐💐💐💐💐💐