ছোটো বড়ো
     সুদীপ সিনহা
লড়াই লেগেছে একে অন্যেতে,
কে বা বড় কার চেয়ে।
আপনার ঢাক আপনি পেটায়,
গুণকীর্তন গেয়ে।

নিজে নিজে বলে
আমি খুবই বড়।
সব দিকে পটু,
ভীষণ তাবড়।

আমার তুলনা ,
নেই জগ মাঝে।
তাই তোষ মোরে,
সকল তোয়াজে।

যে যত হোক
বিদ্বান জ্ঞানী।
সব থেকে সেরা
নিজেকেই জানি।

এইভাবে মরে,
আপনার ঘোরে।
মূর্খ যে ওরা,
অস্থি পাঁজরে।

বড় হওয়া নয়
সহজ ব্যাপার যেনো।
বড় গুন যার,
সেই বড় হয় শোনো।

বড় হতে গেলে,
আগে ছোটো হবে হতে।
সবার দুঃখ ভাগ করে নেবে,
আপনার হিম্মতে।

অহংকারী মুর্খেরা
সব শোনো।
নিজেকে যাহারা বড় বড় বলো,
বড় নয় কক্ষনো।