[24/08, 11:47 pm] Sudip Sinha: ছড়ার হাট
   ।। সুদীপ সিনহা।।
1)
নাচছে আমার খোকা,
ফুলের বনে ওই,
ময়ূর রে নাচ দেখা,
তা থৈ তা থৈ থৈ।
2)
নামুক ঘুমের রাশি,
খোকার দু চোখ ছেয়ে।
ঘুম পাড়ানি, মাসি পিসি,
এসো না গান গেয়ে।
3)
এক যে আছে শেয়াল ভাই,
বড্ড সে সেয়ানা।
লেজ ঢুকিয়ে গর্তে তে তাই,
ধরছে কাঁকড়া খানা।
4)
পুঁটি মাছে গান ধরেছে,
রুই ধরেছে তান।
বোয়াল তবলা বোল করেছে,
জুড়ায় শুনে প্রাণ।
[29/08, 10:57 am] Sudip Sinha: ছড়ার হাট
      সুদীপ সিনহা
5।
পাখি সব করে রব,
আর নাহি রাতি।
ওঠো ওঠো খোখা খুকু,
গাহরে প্রভাতী।
6।
ওরে আমার ময়না,
কথা কেন কয়না।
মান করোনা ,এসো কাছে,
গড়িয়ে দেব গয়না।
7।
বাচ্ছু বিচ্ছু আর বাঁটুল দি গ্রেট,
চাঁদের বুড়ি আর ম্যাজিক রকেট।
নন্টে ফন্টে আর কেল্টু মিলে,
ছোট্ট ছানার আজ টিভি বগলে।
8।
পাশের বাড়ির ময়না,
অনেক আছে বায়না।
যতই শেখাই রাধে কেষ্ট
কক্ষনো তা কয়না।
ঘাড় ঘুরিয়ে দ্যাখে,
অনেক মেপে মেপে।
আড় চোখেতে কি যে বলে,
কিছুই বোঝা যায়না।
সাধি অনেক করে,
বোঝাই জোরে জোরে।
পড়াশোনা শিখতে হবে,
বিকল্প এর হয়না।
নাড়িয়ে মাথা সে যে,
জানিনা কি বোঝে।
শিশ দিয়ে সে হাঁকিয়ে বলে,
আমার ওসব সয়না।
28/08/20
[30/08, 12:17 am] Sudip Sinha: ছড়ার হাট
  ।।।।সুদীপ সিনহা।।।
9।
টিয়া টিয়া টিয়া
কবে তোমার বিয়া।
শ্বশুর বাড়ি যাবে গিয়া,
ঘোমটা মাথায় দিয়া।
10।
রাজশাহী পালোয়ান,
নটবর সিং।
বাদাম কে বেটে খায়,
সাথে খায় হিং।
মাথায় ঝাঁকড়া চুল,
ইয়া গোঁফ জোড়া।
শক্তিতে হার মানে,
দুই খান, ঘোড়া।
ঢেউ খেলে পেশি তার,
চওড়া সে বুক।
ফিরে যায় গুলি,
যদি,ছোঁড় বন্দুক।
দুপ দাপ করে চলে,
হেলে দুলে বেশ।
গুন গুন গান ধরে,
জয় হো গনেশ।
সব ঠিক আছে তবু,
বিষম সে ঠেকা।
আরশোলা দেখে সে যে,
খায় ভ্যাবাচ্যাকা।
11।
আমাদের টিয়ে
ঠোঁট লালে লাল।
লাল,লাল লঙ্কাতে,
কষে খায় ঝাল।
12।
চড়ে খোকন নায়,
কাদের বাড়ি যায়।
সাত কাকেতে দাঁড় বায়,
আয়রে খোকন ,ঘরে আয়।
29/08/20
[04/09, 6:31 am] Sudip Sinha: ছড়ার হাট
  ।।।সুদীপ সিনহা।।।
13।
বৃষ্টি পড়ে ঝম ঝম ঝম,
আকাশ জুড়ে মেঘের দল।
পড়ছে যে বাজ ,গম গম গম,
বসে থাকি আমরা চল।

14।বাইরে বাতাস সন সন সন,
জানলা দরজা বন্ধ কর।
ঠান্ডায় করে, কন কন কন,
এখন গরম জামা পর।

15।ক্ষিদেয় যে পেট চুই চুই চুই,
খেয়ে নিলাম খই মুড়ি।
বিছনা পাতো এবার শুই,
কম্বল গায়ে, জুড়ি শুড়ি।
16।
বইছে নদী কল কল কল,
নাও ভেড়াই আমরা চল।
মাঝ নদীতে অনেক জল,
মাছ ধরবো আমরা সকল।
04/09/20
[06/09, 12:25 am] Sudip Sinha: ছড়ার হাট
।।।।সুদীপ সিনহা।।।
17।
প্রজাপতি প্রজাপতি, পাখার বাহার বেশ।
ফুলে ফুলে মধু খেয়ে ,
ঘুরে বেড়াস দেশ।
রামধনু রঙ পাখায় মেখে,
নানান কেরামতি।
রংবেরঙে ঝলসে উঠিস,
যেন হীরে মতি।
যতই দেখি মুগ্ধ যে হই,
আহা মধুর বেশ।
প্রজাপতি পাখা মেলে,
চলো নিরুদ্দেশ।
18।
মৌমাছি মৌমাছি,
কোথা যাও নাচি নাচি।
এখনো যে রোদ্দুর ফোটেনি,
রবি মামা ,এখনো যে ওঠেনি।
শুধু ওই পাখিদের কাকলি,
কোথা যাও ,দল বেঁধে সকলি।
ওই ফুল ফোটে বনে,
যাই মধু আহরণে।
ওই দেখো,দুরপানে চাও,
সুবাস কি তার নাহি পাও।
19।
ওরে ভাই পিঁপড়ে,
সারাদিন শন শন।
কিলবিল কিলবিল,
হেঁটে যাস হনহন।
সারি বেঁধে সারাদিন,
কোথা যাস আহারে।
ছয়খানা পা মেলে,
পালকীর বাহারে।
মাথায় দুখানা শুঁড়,
ঠিক যেন এন্টেনা।
ঠিক যেন কার্টুনের,
নন্টে বা ফন্টে না?
যাই খাবারের তরে,
ছুটে ছুটে,সরে সরে।
মুখে ধরে ফিরে আসি,
সারি বাঁধা পথ ধরে।
20।
ওরে ও ভাই গঙ্গাফড়িং,
লাফাস কেন তিড়িং বিড়িং।
দুই পায়ে তোর ,এতই কি জোর,
ডাকিস চিড়িঙ চিড়িঙ।
বসে ঘাসের পাতায়,
দোলা দিস কি মাথায়।
এদিক ওদিক দেখে,
পাতা দেখিস চেখে।
লাফিয়ে আবার বসিস,
অন্য ঘাসের পাতায়,
তোকে কিসে এমন মাতায়।
""মাতি আমি নেশায়,
গান গাইবার নেশায়।
ঝিঁ ঝিঁ ঝিঁ ঝিঁ ঝিং,
আমি গঙ্গা ফড়িং"
05/09/20 শিক্ষক দিবস
[06/09, 11:51 pm] Sudip Sinha: ছড়ার হাট
।।।।সুদীপ সিনহা।।।
21।
হীরে ,চুনি, পান্না
রাখো এবার কান্না।
ছুটে এসো দিকি,
আঁকি,লিখি,শিখি।
ছড়া , কাব্য,পদ্য,
শিখি -সদ্য ,সদ্য।
বন্ধুরা সব ,আয় ছুটে,
দেখনা কত বিদঘুটে,
মজার কান্ড,কারখানা।
আল্লাদে হ আটখানা।
22।
বন্ধু আমার গাছ,
কচি পাতার নাচ।
গাছ মানে যে প্রাণ,
শীতল করা গান।
গাছ মানে যে হাওয়া,
আনন্দে গান গাওয়া।
গাছের পাতায় ফুল,
হীরে ,মোতির দুল।
গাছের ডালে পাখি,
করছে ডাকাডাকি।
গাছের ছায়ায় বসে,
গল্প করি কশে।
23।
[09/09, 12:25 am] Sudip Sinha: ছড়ার হাট
।।।।।সুদীপ সিনহা।।।
21।
খুকুমণি দুলছে যে ওই
দোলনা তে দোল দুলুনি।
কনক চাঁপার ফুল ফুটেছে,
রাঙা মাথায়,চিরুনি।
22।
গুপী আর বাঘা ভাই,
গায়েন ,বায়েন দুই জনা।
তাল ধরেছে ধিন তা ধাঁই,
শুনছে ময়না,খঞ্জনা।
23।
ও পাড়ার ওই মধু খুড়োর,
বেজায় গানের গলা।
গহীন রাতে গান ধরেছে,
দরজা ,আগল খোলা।
দরজা দিয়ে গান ছুটেছে,
দেশে দেশান্তরে।
গাঁয়ের লোকে,গান শুনে সব,
ছটফটিয়ে মরে।
কেউবা আঁটে, জানলা কপাট,
কেউবা আঁটে খিল।
কেউবা বসে,গালি পাড়ে,
কেউ বা দেখায় কিল।
মধু খুড়ো আরও জোরে ,
করেই চলেন গান।
এই করে ভাই,রাত্তিরটা
হল অবসান।
ভোরের বেলা,এক ষাঁ ষাঁড়েতে,
করলে ভীষন তাড়া,
তারই জন্য,
নন্দ খুড়ো আজকে,
যে গ্রাম ছাড়া।
24।
ভাই আমার ভাই,
দুস্টুমি তে ভরা।
হাজার রকম বায়না নিয়ে,
দিদি দিদি করা।
এই দুজনের গলাগলি,
এই দুজনের আড়ি।
যেথায় থাকুক,এক ডাকেতেই,
পৌঁছে যাওয়া বাড়ি।
দুই জনেতে মায়ের কাছে,
ছুট্টে হাজির হই,
আমার ছোট্ট সোনা ভাই,
কই ,কই গো কই।
[09/09, 12:46 am] Sudip Sinha: ছড়ার হাট
    ।।।সুদীপ সিনহা।।।
25।
দুস্টু হাতির ছোট্ট ছানার,
কেবল খেলা খেলা।
শুঁড় বাগিয়ে,ঘাড় ঘুরিয়ে,
কাটিয়ে দিলে বেলা।
মোটা মোটা থামের মতন,
কচি কচি পায়ে,
থপ থপা থপ,থপ থপা থপ,
নাচ দেখিয়ে যায়ে।
রাতের বেলাও নেইকো বিরাম,
চাঁদ উঠলে পরে,
হাতির ছানা, কান উঁচিয়ে ধরে।
26।
একযে ছিল রাজা,
মস্ত যে তার গোঁফ।
গোল গোল তার,চোখ পাকালে,
কেঁদে ফেলতো লোক।
তার যে ছিল রানী,
সে ছিলো খুব মানী।
সবাই কে সে,বাসতো ভালো,
ছিলো অনেক দানী।
27।
কুকুর ছানা, কুকুর ছানা,
এদিক পানে চাও।
এখন তোমার চেঁচানো মানা,
অন্য কোথাও যাও।
দেখছো না ওই খোকন ঘুমায়,
ঘুম ভাঙবে তার ।
তার চেয়ে ভাই,ঘুমাও এখন,
চেঁচিও না কো আর।
28।
ছোট্ট বিড়াল ছানা,
হাসতে বুঝি মানা।
অমন করে তাকিয়ে কেন,
আছে আমার জানা।
নির্ঘাত তুই দুধ চাইছিস,
কিংবা মাছের ঝাল।
বলি আজকে,ইঁদুর টা মার,
বাকিটা হবে কাল।
09/09/20