ছন্দহীনা
সুদীপ সিনহা
ছন্দ সুরের তালে,
বুকের অন্তরালে,
জল থই থই, জল থই থই
কোন সে কথা বলে।
কোন সে করুন সুরে,
বাজায় বাঁশি দূরে।
শব্দ এসে,মরমে পশে,
উদাসী অন্তঃপুরে।
কোন বিরহীর ডাকে,
শ্যামলা নদীর বাঁকে।
বনের ময়ূর মেলে পাখা,
সে কোন অনুরাগে।
উদাস লাগে আজি,
নাইকো পুষ্পরাজি।
আছে শুধু দীর্ঘশ্বাসের,
উপলক্ষ সাজি।
04/07/20