বিরহিনী
সুদীপ সিনহা
সুজন সাথী,আসন পাতি,তোমার পথের ধার,
আসবে কখন,রাত্রি এখন,খোলা গৃহের দ্বার।
সকাল সাঁঝে,কাজের মাঝে,নিত্য দিনের তরে,
আশায় আশায়,ভালোবাসায়,বুকটা আছে ভরে।
দিন যে গেল,সন্ধ্যা হলো,ঘনিয়ে এলো নিশা,
সবাই এলো গৃহে ফিরে,তোমায় না পাই দিশা।
অনেক কথা, মুখরতা,বহ্নি জ্বলে বুকে,
হয়নি প্রকাশ,আজ হাহুতাশ,বিরহে রই ঝুঁকে।
সন্ধ্যা তারা,তন্দ্রা হারা,আমার চোখে চেয়ে,
শিশির হলো,ছলোছলো,আমার দুচোখ বেয়ে।
পথের দিকে,কান্না এঁকে,তবুও রই বসি,
করুন চোখে,কল্পলোকে, তাকায় যদি শশী।
বাতাস বয়ে,দাওনা কয়ে,আমার সুজন জনে,
তাহার লাগি,আছি জাগি,একলা ঘরের কোনে।।
হলদিয়া।।19/03/20