অস্থির অসহায়
সুদীপ সিনহা
ভাবনা কাহার, কতদূর যায়,
কত দূর পানে ছোটে,
আশা হীন সংকটে।
এলোমেলো কথা মাথার ভেতর,
এলোমেলো আচরনে,
ভয় লাগে ক্ষণে ক্ষণে।
শুন্যে দৃষ্টি,কোন ছায়াপথে,
কোন ধূমকেতু এসে,
ছুঁয়ে যাবে ভালোবেসে।
মুখে হাসিখানি অমলিন রবে,
আশার সওদাগরা,
ময়ূরপঙ্খী ভরা।
আর কতদিন সংকট জুড়ে,
চুপচাপ বসে থাকা।
থমকে দাঁড়িয়ে চাকা।
দমবন্ধের আর্ত বেদনা,
হৃদয়ের বাতায়নে,
কোন কথা ,বয়ে আনে।
লড়াই আরো,লড়াই লড়বে,
ভুখা হাতগুলো আজ,
উঠুক কুচকায়াজ।
01/07/20