আশায় আশায়
       সুদীপ সিনহা
তোমার জন্য একবুক ভরা আশা,
তোমার জন্য ,নিঃশেষ ভালোবাসা।
তোমার জন্যে ভোরের শিশিরে ঘাসে,
তোমার জন্যে,কুয়াশার বুকে ভাষা।

তোমার জন্যে একরাশ ধুলোবালি,
অনেক মেখেছি,অনেক খেয়েছি গালি।
চেনা গলি ছেড়ে,ভয়ে ভয়ে পিছু পিছু,
বাড়িটা তোমার,চিনতে গিয়েছি খালি।

ধরা পড়ে গেছি,তোমার দাদার হাতে,
দেখিনি কখন,লক্ষ রেখেছে ।ছাতে,
তুমি এলে ,একলা সে খোলা চুলে,
আমি ভ্যাবাচ্যাকা,ধরা পড়ে হাতেনাতে।

করুন চোখেতে ,চেয়েছি চাতের পানে,
কোন ফাঁকে ,তুমি নেমে গেছো ,কে তা জানে।
ক্ষমা চেয়ে ফিরে, চলে আসি একা একা,
কাঁচা প্রেম কবে,চলে গেছে মানে মানে।

তবু চুপি চুপি বাড়িটার পানে চাই,
যদি একবার, একবার ,দেখা পাই।
ইচ্ছে সার টা, গাছের গোড়ায় ঢালি,
ইচ্ছে করতে, কিছুই দোষের নেই।

কোনও একদিন, আবার হবে গো দেখা,
দুচোখ ভরে,চাইবো নয়ন পানে।
সেই শুভক্ষন, হৃদয়ে থাকবে লেখা,
সেই শুভক্ষন,আসবে ইচ্ছে টানে।
হলদিয়া।।03/02/20