আঁকা লেখা
।।।
সুদীপ সিনহা।।
আমি যখন খুশ খেয়ালে চিত্র আঁকি,আপনমনে,
তিনটে চড়াই ঝগড়া করে ঘরের কোণে।
ফিঙে বসে গাছের ডালে,লেজটি দোলায়,
প্রজাপতি রঙে রঙে মনটি ভোলায়।
রঙ-তুলিরা খেয়ালখুশী ,ব্যাস্ত কাজে।
রুই- কাতলায় সাঁতরে বেড়ায় দীঘির মাঝে।
ওই যে সবুজ,ঝলমলানো ধানের ক্ষেতে,
বাতাস এসে,দোল লাগালো-আনন্দেতে।
খাতার পাতায় সেই খুশীটাই ,লিখি ছড়ায়,
তারার আলোয়,মেঘের নাচন,মিঠে কড়ায়।
ছড়ার ছন্দে ওঠে চন্দ্র,ওঠে তারা,
আকাশ বাতাস,ছড়ার ছন্দে দিশেহারা।
এই ছড়াতেই আমি এলাম তোমার কাছে,
সেই সুখেতেই হৃদয় আমার আজকে নাচে।
12/01/21