আমাদের বাড়ি
।।সুদীপ সিনহা।।
আমাদের একখানা, ছোটখাটো বাড়ি,
সকালের ছাদ জুড়ে,মেলা থাকে শাড়ি।
সামনে উঠোন জুড়ে,বাগানেতে ফুল,
টগরী,বেলীর সাথে, রয়েছে বকুল।
পাশেতে পুকুর ঘাট,জলে টলমল,
পাড়েতে লেবুর ঝাড়, গন্ধে উতল।
ঘাট জুড়ে,রাশি রাশি মাছেদের মেলা,
জলেতে ঢেউ এর সাথে ,সারাদিন খেলা।
সামনে শিউলি তলা,ফুলে ফুলে সাদা,
আরো আছে,গোলাপ,শেফালী ও গাঁদা।
রবিমামা রঙ দিয়ে বাড়িখানা রেঙে,
সকালের ঘুমখানা ,দিয়ে যায় ভেঙে।
শিউলি শিথিল হয়ে,টুপটাপ ঝরে,
পাশেতে বাঁশের ঝাড়ে, হাওয়া সরসরে।
আঁকাবাঁকা মেঠোপথ, ঘাসের গালিচা,
তারও পাশে বাঁকা নদী,ওড়ে কাদাখোঁচা।
ছোটো ছোটো পাল তুলে,ছোটো নাও যায়,
বৈঠায় মাঝি ভাই,ভাঁটি গান গায়।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে,
ছোটো ছোটো মাছ ধরে,মশারীর জালে।
ডিঙি ভরে ওপারের, ধান আসে ঘরে,
চাষীদের ঘর ভরে,সোনার আসরে।
ছোটো ছোটো সুখ দিয়ে মোর গ্রাম খানা,
দুঃখের প্রান্তরে,সুখের ঠিকানা।
শান্ত সে গ্রাম মাঝে,ছোটো মোর ঘর,
অনেক বিষাদ মাঝে,সুখের আখর।
10/11/20