স্বাধীন মানে কি ?
ওই
তিরঙ্গা কে হঠাৎ হঠাৎ প্রশ্ন করেছি
এই গণকবর নগ্ন প্যারেড ইন্ট্রো নেওয়া দেশে
স্বাধীনতা কার হৃদয়ে কার শোনিতে মেশে ?
তবু ঝোঁকাই মাথা নতজানু শহীদ স্মৃতি বুকে
ওই তেরঙার অপমানে আজও দাঁড়াই রুখে
আজ স্বাধীন মানে
চুপ টি করে ঘাপটি মেরে থাকা
মরচে পরা শিরদাঁড়া টা বেবাক নুইয়ে রাখা
প্রতিবাদী কন্ঠগুলো স্বপ্নে শুধু ভাসে
বুকের মধ্যে জ্বালা দিবস নির্বাক সন্ত্রাসে
স্বাধীন মানে কি?
আজ সকালে নিজের কাছে প্রশ্ন করেছি
এই না পুরুষ কাপুরুষের জাত ঠগীদের দেশে
স্বাধীনতা পকেট বুঝে হঠাৎই একপেশে
তবু অশ্রু সজল চোখে তাকাই দাড়াই স্যালুট ঠুকে
স্বাধীনতা তোমার জন্য ছাই ঢেলে দি মুখে
স্বাধীন মানে পাচার হবে তোমার সুখের ভেলা
তোমার শিশু তোমার কিশোর তোমার যুবক বেলা
চলতে হবে হুজুরদেরই বাতলে দেওয়া মাপে
কমবে তোমার সাদা টাকা কালো টাকার চাপে
বাড়বে দ্রুত তোমার মাথায় সিসিফাসের বোঝা
স্বাধীন মানে খুড়োর ক লে যাবজ্জীবন খোঁজা
স্বাধীন মানে জোট বে জোটে নোট দিয়ে ভোট কেনা
স্বাধীন মানে সীমান্তে সব বেতন ভোগী সেনা।
ব্যালট দিয়ে ভেতর বাঁচাই
বুলেট দিয়ে সীমা
তবু তোমার জন্য জ্বালিয়ে দিই
লক্ষ্য জীবন বীমা !!