গ্রাম বাংলায় নেই‚ হারিয়ে গেছে শাড়ি-
কোথায় খুজি আমি বাংলার নারী।
বলিয়াছি‚ মৌমাছি তোমরা কি জানো‚
নেই আজ শাড়ি বলতে পারও কেন?
মৌমাছি বলে‚ ও ভাই; আমি মৌমাছি‚
ফুলে ফুলে ঘুরে বেড়াই‚ সারাটি দিন নাচি।
ঝাঁকে ঝাঁকে উড়ে পাখি‚ জানো কি তোমরা?
জানি শুধু সেটুকু শাড়ি পরে মেয়েরা।
এই প্রশ্ন করো ভাই মেয়েদের গিয়ে‚
ওরাই বলতে পারে‚ শাড়ি কেন গেল হারিয়ে।
পিপড়ে ভাই; তোমরা কিছু বলো‚
পাওয়া যাবে কি বাংলার রুপ কখনও?
বলিতে পারিনা তবু বলিতে চাই‚
শাড়ি পরিলে নারী ফিরে পাবে ভাই।