বাবা খোঁজে  নিজের স্বার্থ;
মায়ের মৃত্যুর পরে-
নতুন মা ঘরে তুলে‚ চল্লিশ দিন পরে।

ভাই খোঁজে নিজের স্বার্থ;
বিয়ে যখন করে‚
আমি নাকি ঘরের বোজা
ভাইয়ের সংসারে।

বোন খোঁজে নিজের স্বার্থ;
স্বামী-সংসার করে‚
সারা দিন খেটে
সুখের স্বর্গ গড়ে।

মায়ের স্বার্থ একটু ভিন্ন
এই জগৎ সংসারে‚
নিজের স্বার্থ বিসর্জন দেয় মা
সন্তানের তরে।