"কষ্ট পেলাম তখনই যখন পেলাম জানতে"
আমার অজানতে‚
অন্য কাউকে নিয়ে তুমি ঘর বাধলে।
এমন কভু হবে-ভাবিনি যে ভবে‚
আমাকে চিরতরে ভূলে যাবে।
দুঃখ নেই তাতে‚ যদি তুমি থাকো সুখে-
দেখে যেতে চাই শুধু হাসি তোমার মুখে।
মনের কষ্ট মনে আমি রাখবো জমা করে‚
হারাতে দিবনা কভু আমাকে চেরে।
তোমার সুখে আমি সুখী‚ জানবে যে লোকে-
কতো যে স্বপ্ন ছিল‚ নিয়ে তোমাকে।
সকল স্বপ্ন ভেঙে ছুড়ে করেছো ইতি‚
আছে শুধু তোমার পেলে যাওয়া স্মৃতি।