নারী পরে না শাড়ি;
ভাবে স্মার্ট‚ পরে প্রেন্ট শার্ট।
দেখা যায় সারা দেশে-
নারী চলেছে আজ পুরুষ বেশে!!
হায়! হায়! হায়! হায়!
.
চুল গুলো ছোটো ছোটো
পুরুষের মতো‚
রাস্তায় নেমেছে‚ কতো যে শতো।
যায়না চেনা-নারী পুরুষ কিনা‚
একি শুরু হলো দেশে-
নারী চলেছে আজ পুরুষ বেশে!!
হায়! হায়! হায়! হায়!
.
মাথার ঘোমটা খুলে-দেয় তারা ফেলে‚
এদের কি নারী বলা চলে?
সেলোয়ার কামিজ-আর থ্রি প্রিজ‚
চলে না এখন আর দেশে-
নারী চলেছে আজ পুরুষ বেশে!!
হায়! হায়! হায়! হায়!
.
কখনো করে ভূল-পরে না কানে দুল‚
হারিয়ে গেছে আজ নাক ফুল।
এমন করে-যায় বেড়ে‚
শার্ট প্রেন্টের দাম প্রতি মাসে-
নারী চলেছে আজ পুরুষ বেশে!!
হায়! হায়! হায়! হায়!