মা যে শুধু
আহা কি যে মধু।
দেখিলে মুখ
পাই কি যে সুখ।
মেটে খুদা
দেখিলে সদা
হাসি ভরা মুখ।
কোথাও গেলে
মায়ের ছেলে।
থাকে মা
পথটি চেয়ে।
কখন আসবে ফিরে
ছেলে ঘরে।
মায়ের বাধন
থাকে আজীবন।
নাকি কেহ
মায়ের মতন।
মায়ের স্নেহ
পারে না কেহ
দিতে কখনো।
মায়ের সোহাগ
যায় না করা ভাগ।
নাহি হয়
কখনো তার ক্ষয়।