১৬ই ডিসেম্বর লাখো প্রাণের রক্তে অভিষিক্ত,
বিজয় সংগ্রাম সফল পরিসমাপ্তিত।
ত্রিশ লক্ষ নর-নারী হারিয়ে ছিল প্রাণ;
রক্ত ঢালা প্রচন্ড মুক্তি যুদ্ধে বিজয়ের সম্মান।
ভয়ার্ত কালো রাত যখনি ছিল আধাঁর,
হানাদার বাহিনী আক্রমণ চালিয়ে ছিল বার বার্।
দু-লক্ষ বিরঙ্গনা মা-বোন বিজয়েরী প্রমাণ,
মুক্তি সেনার রক্তে রঞ্জিত এক সুদীর্ঘ সংগ্রাম।
হানাদার বাহিনী মোকাবেলার জন্য মুক্তি বাহিনী,
দুরন্ত সাহস ও তীব্র ইচ্ছায় হার মানেনি।
পাকিস্তানি বাহিনী করিল আত্মসমর্পণ,
বিজয় রবি উদিত নব জাগারণ!!