বন্ধু মানে;
নতুন বাঁধন‚ নতুন একটি স্বপ্ন-
দুই দেহে একই প্রাণ যেনো অমূল্য রত্ন।

বন্ধু মানে;
হাসির মাঝে একটু অভিমান‚
একের কষ্টে অন্যের হৃদয়ে লাগে টান।

বন্ধু মানে;
ক্লাস ফাঁকি‚ দুষ্টুমি সারাদিন-
খাঁচার পাখি নয়তো মুক্ত স্বাধীন।

বন্ধু মানে;
ঝগড়া বিবাদ কখনো বা সারাক্ষণ‚
ক্ষণিকের ব্যবধানে আবারো হাসে দুটি মন।

বন্ধু মানে;
একটি চকলেট‚ সমান দু-ভাগে ভাগ-
এই দেখে সবাই হয় যেনো অবাক।

বন্ধু মানে;
লাস্ট বেঞ্চে‚ ক্লাসে অমনোযোগী-
স্যারের বেতের ভয়ে‚ ক্লাস থেকে ভাগি।

বন্ধু মানে;
উঁকি ঝুঁকি‚ পাখির ছানা খোঁজা-
লেখাপড়ায় মন বসে না‚ লাগে যেনো বোঝা।

বন্ধু মানে;
লুকোচুরি কখনো মায়ের বকুনি‚
দিন শেষে ঘরে ফিরে আসি যখনি।

বন্ধু মানে;
মুক্ত স্বাধীন‚ মনের কথা বলা-
হাতে রেখে হাত এগিয়ে চলা।