মোহাম্মদ রাব্বি হাসান
ভুল চাওয়া


আমি হয়ত কোনোদিন তোমার মনে
জাগাতে পারিনি আমার ভালোবাসা,
ঢালতে পারিনি ভালোবাসার শিকড়ে একটু জল,
ফোটাতে পারিনি তোমার মনে
ভালোবাসার একটিও ফুল।

কারণ অন্যের ভালোবাসাকে ভেবেছিলাম
আমার ভালোবাসা,
হয়ত অন্য কারো প্রেমিকাকে
গোপনে বুকের মধ্যে নিয়ে
নিজের প্রেমিকা ভেবেছিলাম।
কিংবা অন্য কারো সুখকে বুকে নিয়ে
নিজের সুখ ভেবেছিলাম।

আর হয়ত বা এই ভাবাটাই আমার ব্যর্থতা।
আমার মনে মধ্যে একজন নারী আছে,
সেই নারীর জন্য দীর্ঘ রাত্রি জেগেছি একা
সে রাত্রিতে ঢেলেছি অজস্র চোখের জলধারা ।

কতোটা হাহাকার
না পাওয়ার কতোই না আর্তনাদ
সব শূন্যতা নিয়ে ধাবিত হচ্ছি মৃত্যুর দিকে।