তুমি বলেছিলে বলে ।
               মোহাম্মাদ রাব্বি হাসান


তুমি বলেছিলে বলে,
বৃষ্টিতে ভিজে আনতে গিয়েছিলাম কদম গাছে
থাকা বাবই ছানাটাকে।
তুমি পড়বে বলে,
গেঁথেছিলাম মালা সৈকতে থাকা
শামুক কুড়িয়ে।

বকুল ফুলের মালাটা গেঁথে দিয়েছিলাম তোমার কালো
চুলের খোপাতে।
তুমি বলেছিলে বলে,
তুলতে গিয়েছিলাম নীল সাগরে
থাকা ঢেউ গুলোকেও।
ঢেউ এর সাথে যুদ্ধ করতে করতে
আর ফিরতে পারিনি আমি।

তুমি আর নীল সাগরের কাছে
যেওনা,সেখানে আমি আর নেই।
সেখানে আর আসবো না।
কিংবা আমার জানালার পাশে বা দরজার কাছে যেওনা।
সেখানেও আমাকে পাবে না।