সময়ের পরিবর্তন
             মোহাম্মদ রাব্বি হাসান।


আমি আমার ভালোবাসার মানুষটিকে
পাগলের মত ভালোবেসেছি
তার পরও তাকে অন্যের ডাকে
স্বারা দিতে দেখেছি।
আমি রোমাঞ্চকর প্রেমে গল্প শুনেছি
আবার তিক্ত বিচ্ছেদও দেখেছি।

আমি দুদিনের গভীর বন্ধুত্ব দেখেছি
আবার দশবছরের বন্ধুত্বও নষ্ট হতে দেখেছি।
আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি
আবার সেই শহরেই হাজার টাকার নোট ছিটিয়েছি।

দলের জন্য যে লোককে রক্তাক্ত অবস্থায় দেখেছি
আবার সেই লোককেই দল পরিবর্তন
করতেও দেখেছি।
আমি গরীবকে ধনী হতে দেখেছি
আবার ধনীকেও নিমিষেই গরীব হতে দেখেছি।

আমি শতশত ঘড়ির কাটা থেমে থাকতে দেখেছি
কিন্তু সময়কে থেমে থাকতে দেখিনি।
আমি যুদ্ধের গল্প অনেক শুনেছি
আবার নিজের জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছি।