পিছু ডাকিও না
মোহাম্মদ রাব্বি হাসান
আমাকে আর পিছু ডাকিও না
কারণ- তুমি আমার চোখের নিচে
কালো কালির মায়ায় পড়ে যাবে
যা তোমাকে সবসময় যন্ত্রণা দিবে।
আমি তোমার সামনে দাড়ালে তুমি
নিজেকে সান্ত্বনা দিতেও পারবে না
তাই আমাকে আর পিছু ডাকিও না।
আর তোমার সামনে দাড়াতে আমার
নিজেরই অনেক ভয় হয়,
কারণ-আমি সেই মেহেদী পাতার মত ভয়ংকর,
যার উপরে সবুজ আর ভিতরে রক্তাক্ত লাল,
তাই আমাকে আর পিছু ডাকিও না।
কিংবা আমার ছায়াকেও খুজো না
কারণ-আমাবস্যা রাতের অন্ধকারে
আমি থাকি সেখানে আমার ছায়াকেও পাবেনা