ওপারের বসন্ত
মোহাম্মদ রাব্বি হাসান
একযুগ আগে আসতাম যদি এই ভুবনের তরে,
বসন্ত তখন থাকতো পাশে
যেতো না ঔপারে।
বসন্ত যখন থাকে ওপারে
পূর্বস্মৃতির মহাপ্লাবন বয় আমার মনে।
কিছুক্ষণ পরে তার সৃতিতেই
মন হয়ে যায় আর্দ্র হয়ে।
যখন দেখি বসন্তকে হাত রাখে তার কাধে।
ভাবি আমি পারতাও তুমি ওই হাতটা রাখতে আমার কাধে।
যখন সে আসে পাশে
আড়ি চোখে আমায় দেখে
সে আমারে দেখতে পেলে
কাছে আসার মন্ত্র বলে
এখানে বসন্তকে বুঝানে হয়েছে ব্যাক্তিকে