নির্বাচনের সময়
মোহাম্মদ রাব্বি হাসান
দেশকে নিয়ে ভাবনা অনেক
আছে বা করার কী?
অতীতটা কিন্তু ভীষণ কালো
নির্বাচনের সময় এলে
লোকেরা সবাই ভদ্র সাজে।
এই মাটিতেই জন্ম কিন্তু
কথা বলে ইংলিশ ভাষায়,
বুঝতে দেয়না কখনো কাউকে
বাংলা ভাষায় ভীষণ কাঁচা।
কর্মস্থল ছেড়ে সবাই
ছুটে যার বাড়ি বাড়ি
বাড়িই গিয়ে নেতার কাছে
হাত দুটিই দেয় আগেই ।
দিলাম আমি ভোট বেঁচে
রক্ত থাকুক দুরে ।
ধর্মের কথা মনেই থাকে না
মিছিলের আগে সেরা,
বিড়াল ইঁদুরের কোলাকুলি তখন
চোর-দারোগা এক ছাতায়।
নেতার মুখে বড় বড় কথা
উন্নয়নের বয়বে বন্যা,
ভয় হয় মনে সেই বন্যাতে
ভবিষ্যতে কি বা ঘটে ।