নানান রূপে
মোহাম্মদ রাব্বি হাসান
দিয়ে ছিলাম কথা তোমায়
থাকবো পাশে সবসময়
এ কথাটা কেমনে ভুলি
তাইতো এখনো তোমার পাশে থাকি
নানান রকমের রূপ ধরি ।
যদি যাও সাগরের জলের কাছে
মিশে রবো আমি সাগরের পানির রূপ ধরে
কিংবা তুলতে যাও যদি
সাগরে থাকা ঝিনুক গুলোকে
তাতেও রবো আমি ঝিনুকের ভিতর মুক্তার রূপ হয়ে ।
থাকো যদি বিশাল খোলা আকাশের বুকে
সেই আকাশেও রবো আমি মেঘের রূপ ধরে
কিংবা থাকো যদি বদ্ধ ঘরে
তবুও পাশে রবো অন্ধকারের রূপ ধরে ।
যদি যাও পাহাড়ের কাছে
সেখানেও রবো আমি
তোমার কণ্ঠের প্রতিধ্বনির রূপ হয়ে ।
কিংবা স্পর্শ করতে চাও যদি
পাহাড়ে থাকা মেঘ গুলোকে
তাতেও রবো আমি সেই
মেঘের ভিতর বৃষ্টির রূপ ধরে ।
আর করবে যখন স্পর্শ তুমি মেঘ গুলোকে
তখনি নামবো আমি অঝড় ধারায়
বৃষ্টির রূপ ধরে ।