যদি মৃত্যু হয়
  মোহাম্মদ রাব্বি হাসান


খুব ভয় হয় আমার
যদি কখনো আমার চোখের
ক্ষুধা মিটে যায়,
যদি বন্ধ হয়ে যায় চিরদিনের জন্য ।

যদি কখনো এই খোলা আকাশে
না দেখতে পাই তোমাকে
যদি কখনো তোমার হাসিটাকে
আর না দেখতে পাই?

তবে কি সেদিন আমার
মৃত্যু নিশ্চিত?
তাহলে কি সেদিন আমি মসজিদের
পিছনে নতুন কবরে শুয়ে থাকবো?

যদি তাই হয় তাহলে আমি তো
তোমাকে ছেড়ে চলে যাবো অ-নেক দুরে ,
তখন তো আর তোমাকে দেখতে পাবো না ।

তাই তোমাকে রেখে গেলাম
আমার দেয়া বকুল ফুলের তীব্র ঘ্রাণে ।
বসন্ত ফুলের পাপড়িতেও রেখে
গেলাম তোমাকে ।

আরো রেখে গেলাম আমার
খোলা আকাশের চাঁদ-তারা বানিয়ে ।
রেখে গেলাম তোমার দেওয়া
গন্ধরাজ ফুলের পাপড়িতেও  ।