যদি এমন হতো
মোহাম্মদ রাব্বি হাসান
যদি এমন হতো,
কোনো এক বসন্তের সকালে
আমার হাতে হাত রেখে হাটবে তুমি।
তখন গাছে থাকা ফুলের কলিগুলোও
ফুটতে শুরু করতো তোমাকে দেখার জন্য।
কিংবা বকুল বেলি ফুলগুলোও সুবাস ছাড়িয়ে প্রকাশ করবে তোমাকে আমার না বলা
ভালোবাসার কথা গুলো।
যদি এমন হতো,
কোনো এক বিশেষ দিনে
রক্তাক্ত লাল গোলাপটা দিতাম আমি
হাটু মুড়িয়ে তোমার হাতে।
কিংবা বকুল ফুলের মালাটাও পড়িয়ে দিতাম
তোমার এলো মেলো চুলের খোঁপাতে।
যদি এমন হতো,
প্রতিদিনের সূর্যদয় দেখতাম
দুজন দুজনার হাতে হাত রেখে,
কিংবা প্রতিদিনের সকালের ঘুমটা
ভেঙ্গে যেতো তোমার স্পর্শ পেয়ে।
যদি এমন হতো,
আমার কবিতার শিরোনাম হতে তুমি,
আর সেই শিরোনামকে ব্যাখ্যা দিবার
অযুহাতে আমার কাছে অনন্তকাল
রেখে দিতাম তোমাকে।