গোধূলি সন্ধ্যা
মোহাম্মদ রাব্বি হাসান
দুজনে কাছাকাছি থাকলেও
দুরে আছি সেই চাঁদ-
তারার মতো হাজারো
আলোকবর্ষ দুরে ।
মন চায় তোমাকে নিয়ে আবেগের
সমুদ্রে ভেসে যেতে,
কিন্তু আমার ছায়া ভাসতে চায় না ।
সেও কাঁদে আমার সাথে
কিন্তু কষ্টটা অনুভব করতে পারে না ।
এভাবেই তোমাকে নিয়ে ভাবতে ভাবতে
বিকালের রোদটাও স্পর্শ করা
ছেড়ে দিলো আমার শরীরটাকে ।
সেও চলে গেলো অনেক দুরে
যতটা দুরে আছি তুমি আর আমি ।
বিকাল পেরিয়ে রাত হলো
আকাশে থাকা রাতের চাদটাও
স্পর্শ করতে লাগলো তোমার
শহরে থাকা চিলোকোঠার ইট
পাথরের দালান গুলোকে ।
একটু পরে চাঁদের আলোটা স্পর্শ
করতে লাগলো আমার শরীরে ।
যতটা স্পর্শ করার কথা ছিলো তোমার আমাকে।