বিরহের চিঠি
মোহাম্মদ রাব্বি হাসান
যদি পারো এসে দেখো
খোলা আকাশে চিঠি লিখতেও পারো,
তোমার ছিলাম তোমার আছি
আর তোমারই থাকবো।
বাড়ির পাশে বকুল গাছেও
ফুটেছে তোমার প্রিয় ফুল
সেই ফুলের মালা গেথে হাতে
তোমার আশায় পথ চেয়ে রই।
আমার কাছে কলম হাতে
পৃষ্ঠা ছাড়া খাতা
সেই খাতাতে লিখি আমি
তোমার ভালোবাসার কথা ।
তোমায় ভেবে দিঘির জলে
হাত ছানি দেই একা
একটু পরেই জলে দেখতে পেলাম
শাপলা ফুল ফুটতে শুরু করেছে একাই ।
গাছের ডালে পাখিটাও খুব একলা আছে
সঙ্গী ছাড়া কেমনে বাঁচে?
একেই ভাবে আমিও আছি
তোমায় ছাড়া কেমনে বাঁচি ।
যদি পারো এসে দেখো
তোমার ছিলাম,তোমার আছি
আর তোমারই থাকবো ।