এটাই রাব্বির জীবন
মোহাম্মদ রাব্বি হাসান
আমি যে ছেলেটা হাসি খুশি থাকতাম
আজ কেনো এজায়গায় ?
নিজের ভালো থাকা খুজতে গিয়ে
সমাজের কাছে হয়েছি খারাপ।
আমি ছিলাম না তো এমন
কত সুন্দর ছিলো জীবন ,
ভাগ্য আমার মিথ্যা ভালোবাসায়
কইরা দিলো এমন ।
আজ সিগারেটের ধুয়ায় কোনো
পোড়ে এখন কলিজা?
মুখে হাসি থাকলেও কিন্তু
ভিতরটা আমার পোড়া ?।
আছি আমি একাকিত্ব জ্বলন্ত মোমের মতো
সবাইকে আমি আলো দিয়ে
ভিতরটা এখন কালো ।
তোমার সাত রং এর শহরটা
মিথ্যা চারে ভরা,
সেই শহরের বেইমানেরাই
তোমার কাছে সেরা।
কোথায় গেলে পাবো আমি
শুধু একটু সুখ?
আমার বুকের ভিতরটাতে
বজ্রপাতে বৃষ্টি নামে রোজ ।
নিলাম আমি পিছুটান
সব আপনজন থেকে
করবো না আমি ক্ষমা তোমায়
কথা ভঙ্গ করার জন্য ।
তবু সুখে থাকো খোদার কাছে করি প্রার্থনা,
তোমার ভালোবাসার মানুষ
যেনো তোমায় ছাড়ে না ।