এখানেই শেষ নয়তো
মোহাম্মদ রাব্বি হাসান
এই মহূর্তটা না আসলেই পারতো
যা মেনে নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে,
এই ভাবে চলে যেতে চাইবে কখনো ভাবিনি
ভেবেছিলাম একদিন আসবে তুমি।
যখন তুমি বললে আমায়,
ভুলে যেনো যাই আমি তোমায়
মুচকি হেসে হলাম রাজি
দেখলে না তো হৃদয়ের ভালোবাসাটা আমার।
কষ্ট আর যন্ত্রণার জীবন ফেলে
আসতে পারতে নাকি আমার কাছে ?
কিছু মানুষের মন্তব্যর জন্য
আমায় তুমি ছেরে চলে গেলে।
চলে গিয়ে কি থাকবে সুখে নাকি
তুসের আগুনের মত জ্বলতে থাকবে ?
যার জন্য তুমি গেলে চলে
সে কি তোমায় আজো বুঝতে পারে
বিবেক আমায় এখনো ভাবিয়ে তুলে।
তবে যাও চলে যাও অন্য কোথাও
যেখানে যেতে চাও তুমি
ভালো তোমায় বাসি আমি
মুক্ত করে দিতেও জানি।