আগমন
মোহাম্মদ রাব্বি হাসান


যখন তুমি আসবে পাশে,
দেখবো তোমায় নয়ন মেলে,
পড়িয়ে দিবো নুপুরটি তোমায়
নিজ হাতে আমি পড়িয়ে।

স্নানটি শেষে আসবে যখন
পিঠের উপর চুল ফেলে,
লাল গোলাপটা দিবো আমি
হাটু মুড়িয়ে তোমার হাতে।

বলবে আমায় কি করছো তুমি
লোকেরা দেখে ভাববে কি।
বীরপুরুষের কন্ঠে বলবো
আমি তো আছি।

অনেক পথ সে পাড়ি দিচ্ছে
চিলোকোটার সেই অন্ধকারে,
ইচ্ছা হলেই আসতে পারে
খোলা আকাশে আমার সাথে।