কোথাও নেই তুমি
মোঃ নুর হাসান শেখ
খুঁজেছি তোমায় যানজটে ভড়া
শহরের সেই ধুলো মাখা রাস্তার ধারে,
খুঁজেছি তোমায় বর্ষাকালের ভরা
ব্রহ্মপুত্র নদের পাড়ে।
তুমায় খুজেছি চাঁদহীন আকাশে
তারাদের চার পাশে।
কোথাও তুমি নেই ।
শেষ বার দেখেছিলাম,
বর্ষা কালের সবুজ ঘাশের বুকে উঠেছিলে হেসে,
অগোছালো সুদৃশ্য কেশে।
আচ্ছা তুমি কি শুধু বর্ষা কালেই আসো নাকি,
ভুল করে এসেছিলে ঐ বর্ষার,
সেই সবুজ রঙের মাঠে।
ক্লান্ত আমি নিরবলম্ব হয়ে,
প্রতীক্ষা খন যাচ্ছে বয়ে।
আবার আসবে যখন প্রত্যক্ষ
সদৃশ সাক্ষাৎ করো,
ইচ্ছে হলে সন্নিধানে এসে হাতটি ধরো,