কোথায় তুমি চলে যে গেলে
কেনো বলনি মোরে
সারাটা দিন খুঁজে বেড়াই
রাত কাটিয়ে ভোরে।
আমায় ফেলে যাচ্ছে চলে
কোন সে দেশ দূরে,
আসবে ফিরে বিবশ মনে
হন্য আমি ঘুরে।
শহর গ্রাম খুঁজে বেড়াই
শিশির ভেজা মাঠে,
বিরহ ব্যথা শোকের গাঁথা
হৃদয় মোর ফাটে।
আর যাবো না তোমায় ছেড়ে
কখনো বহু দূরে,
রাখবো বেঁধে হৃদয় ডোরে
মনের কোণে পুরে।
এ বিশ্বাস আছে আমার
আসবে তুমি ফিরে,
তোমার হাতে সাজানো সেই
সপ্ন ঘেরা নীড়ে।
ভালোবাসার পূর্ণ মায়া
তোমার বুকে ঢেলে,
জড়িয়ে ধরে সোহাগ দিবো
তোমার দেখা পেলে।