কবিতাঃ প্রতীক্ষা
লেখকঃ মোঃ নুর হাসান শেখ
উত্তাল গভীর সমুদ্রে যাবো তাই,
নাবিক জাহাজে আমি একাই।
ভয়ে আসেনি সাথে কোনো শ্রমিক,
আসলে আমি এক ব্যর্থ প্রেমিক।
বিশ্বাস্ত এক নাবিক নিয়েছিলাম সাথে,
তরঙ্গাকুল সমুদ্র দেখে নেমে গেলো পথে।
সে এখন যাচ্ছে চলে ছোট এক রথে।
যাক ইচ্ছে যতদূর আমার কি তাতে?
জেলেরা যেমন জাল টেনে নেয়,
আমিও নিচ্ছি আমায়,
মাঝে-মাঝে ঊর্মিমালা দেখতে
জাহাজটা কে থামায়।
গন্তব্যে গিয়ে হবে কী?আপন নেই তো কেউ,
নাবিক হওয়ার পর থেকে, আপন শুধু ঢেউ।
ঢেউয়ের সাথে তলিয়ে যেতে, খুব ইচ্ছে করে।
করছি না তা, বন্ধু যদি আসে আবার নীড়।
আমায় নিয়ে যেতে চায়- নতুন কোনো তীরে,
নাবিক বন্ধু আসতো যদি আবার কাছে ফিরে!
তারিখঃ ২৩-০৪-২০২২ ইং
মাস্টার বাড়ি,ভালুকা।