চাকুরী নাই খাবার নাই
বাঁচি কেমন করে?
রাত দুপুরে ঘুরে বেড়ায়
গাঁ শহরের তরে।
ছুটি শহর ছুটি অফিস
পেটে কি আর সাধে,
টাকার পিছু ছুটছে দেখো
দুটো নয়ন কাঁদে।
বস্ত্রহীন ঘরে অসিত
রাতে অশ্রু ঝরে।
নয়ন ভেজা জলে কষ্ট
হচ্ছে বলে কারে?
যাদের আছে অনেক টাকা
দেয়না কভু ধার,
টাকাই বড় তাদের কাছে
মানেনা কভু হার।
চাকুরী ছাড়া সময় আর
যাইবে কতো দিন,
টাকার পানে ঘুরে ফিরেই
হইবে দিশা হীন।