স্বপ্ন ছিলো হবো একদিন
আমি তোমার রাধা,
আসবে তুমি আমার কাছে
ভেঙে সকল বাধা।

কখন তুমি আসবে কাছে
ভালোবাসবে কবে?
সত্যি'ই কি  সারাজীবন
সাথী হয়ে  রবে!

বসন্তের ঐ  সকাল বেলা
বসে তোমার আশায়,
তোমায় নিয়ে  স্বপ্নগুলো
প্রেমের তরী  ভাসায়।

শীত সকালে কুয়াশাতে
দেখি তোমার ছবি,
তোমার ছবি দেখতে দেখো
উঠেছে ঐ  রবি।

স্বরবৃত্ত ছন্দেঃ ৪+৪+৪+২।