কবিতাঃতেল সমাচার
লেখকঃ মোঃ নুর হাসান শেখ
তেল নিয়া কাড়াকাড়ি কোথাও
কোথাও মারামারি,
কোথাও আবার তেলের জন্য
বসছে না চুলায় হাড়ি।
যেখানেই যাই তেলের কথা
শুনি শুধু কানে,
বাজারে গিয়ে তেল না পেয়ে
ধরতে হচ্ছে কানে।
তেলের জন্য আন্দোলনও
হচ্ছে বহুস্থানে,
যাদের গুদামে তেল মিলছে
মারছে ওদের কানে।
রাজনৈতিতেও তেল নিয়ে
হচ্ছে সমালোচনা,
কোথাও কাউকে ছাড় দিবে না
এক বিন্দুকনা।
তেলের দাম বাড়লো কেন?
হচ্ছে তদন্ত,
কারা এমন কাজ করলো
দেখতে ওদের অন্ত।
চারপাশে তাকিয়ে দেখো
শত মানুষের হাহাকার,
অসহায় মানুষের এই কান্না
চোখে পরবে কার?
তিন বেলাতে খেতে বসে
জড়ছে চোখে পানি,
সেটা জেনেও আমাদের
কারো নেই আত্মগ্রানি।