শহরটাকে করে রেখেছে
চারিদিকেই বন্ধ,
এমন ভাব করছে যেন
সবাই তারা অন্ধ।
দিন মজুরে কাজ না পেয়ে
পেট বেঁধেছে পাথরে,
ছেলে মেয়েরা খেতে না পেরে
কাঁদছে সবে অঝরে।
ভিখারি আজ পথের কোণে
কাঁদছে বসে ক্ষুধায়,
ঘরের কোণে তোমরা বসে
শুনছো না যা সুদায়।
মানুষগুলো বড় গরিব
খেতে পায় না দুবেলা,
কাজের আশে বসে থেকেও
দূর হয় না অবেলা।
পথশিশুরা ঘুরছে আজি
জায়গা নাই কোথাও,
শহরটাও শূন্য পড়া
পথচারীও উদাও।
মানুষ মোরা শ্রেষ্ঠ জাতি
মানব কাজে লাগবো,
ধনী গরিব বন্ধু হয়ে
নতুন ছবি আঁকবো।
মাত্রাবৃত্ত ছন্দেঃ৫+৫+৫+৩