দিশাহারা মানুষ
মোঃ নুর হাসান শেখ
নিঃস্ব তারা দিশাহারা কষ্টের সাথে বাস,
জীবনে তারা পায়নি কভু সুখের সুবাস।
ধনহীন মানুষ গুলো কাঁদছে রাস্তায় বসে,
রাতের তুষার বৃষ্টি হয়ে পড়ছে মাথায় ধ্বসে।
প্রভাবশালী সম্পৎশালী ঘরের কোনে বসে,
দুইয়ে মিলে খাচ্ছে ওরা কাঙালের ধন কষে।
কনকনে এই শীতে চাদর কম্বল মুড়ি দিয়ে,
সজন নিয়ে ছাউনি তলে করছো তুমি গল্প।
ওদের কাছে নেই কম্বল সুর্য টাই ওদের সম্বল,
উষ্ণ কাপড় দিও তাদের বেশি না হলেও অল্প।
নিজের জন্য করছো ঘর করছো কত কিছু,
পথ শিশুরা পায় না কিছু যেন রাস্তার পশু।
সরকারের ত্রাণ গুলো কয় দ্ররিদ্র পায়?
গুনে দেখো বেশি ত্রিণই মাতবরের ঘরে যায়।
স-ইচ্ছে থাকলে তবে সুন্দর হবে সমাজ,
ধংস হবে করতে চাইলে সবার উপর রাজ।
এমন দেশ চাই আমরা সবাই পাবে সুখ,
গরিব ধনির হাতে হাত থাকবে হাসি মুখ।