মরণ সন্নিকটে
----------------------
মোঃ নুর হাসান শেখ

নয়নে নীর আসে যেন প্রভুর ঘরে,
অনিত্য খনে সন্ধি করি মরণ সনে।
মরণ হবে সবার কোনো এক খনে,
মরণ খন কাটে যেন নামাজ পড়ে।
কবে কে যাবে চলে আপন কুঁড়ে ঘরে,
অন্তিম খনে যেন  কালেমা পড়ে মনে।
পরে রহিবে সব,    জানে সকল জনে,
সর্বদা মরণ কথা       যেন মনে পড়ে।

ভুল ত্রুটি সব  গুলো  করো  প্রভু ক্ষমা,
নামাজে বসে প্রভু বলি যে  আমি পাপি।
যাবার  আগে যে   সওয়াব  করি জমা,
কবরের আজাব    থেকেও দিও মাফি।

সকলে হবে    মরণের চরণে  নত,
মরণ আসছে যে    অদূরে অবিরত।

চতুর্দশপদী কবিতা
অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ।
রচনাকালঃসকাল ৯ টা, ২১/০১/২০২১ ইং।
স্থানঃ আহম্মদাবাদ, ত্রিশাল, ময়মনসিংহ।