কবিতার শিরোনামঃ বিদায়ী কবিতা
লেখকঃ মোঃ নুর হাসান শেখ।
স্কুল জীবন কেমন করে
হয়ে গেছে শেষ,
ছোট্ট ছিলাম ভালো ছিলাম
ছিলাম আমি বেশ।
আমাদের এই বন্ধু মেলায়
স্মৃতিময় সন্ধ্যা বেলায়,
বলছি জরিয়ে তদের গলায়
রাখবো না তদের নিচ-তলায়।
মোদের স্বর্গ পথে কেন
হঠাৎ আসিলো ঝড়,
দেখিস তরা ভেঙে না যায়
আমাদের এই ঘর।
বহু কাল কাটিয়েছি আমি
তোদের সাথে থেকে,
অনেক কিছু শিখেছি আমি
তোদেরকে দেখে।
দেখা হবে না তদের সাথে
এখন প্রতি প্রহরে,
একেক জন থাকবো আমরা
একেক শহরে।
বিদায় শুনিয়ে বিজিলো আঁখি
তদের স্মৃতির মায়ায়,
শেষের দিনে কাঁপন লাগিলো
আমার এই কায়ায়।
একেক জন একেক দিকে
যাবি ভবিষ্যৎ গড়তে,
দোয়া করি পারিস যেন
খারাপ ভালো ধরতে।
🥰স্কুলের বিদায়ে বন্ধুদের নিয়ে কবিতা🥰