তীর্থের কাক,
শোনেছ তার ডাক?
কেমন করে ডাকে?
সব কিছু সে
বক্ষণ করে নেয়,
মানবতার ফাঁকে।
অচীরে মন,
তাতে দিয়ে প্রলোভন
জয় করে নেয় সে।
মনুষ্যত্ব কী?
প্রতারণা দেয় চেনা,
আসলে সে কে?
বিশ্বাস কী?
পরিবাদী অপমান,
বিন্দু চিন্তা পরিহান।
হৃদয় সে
হরণ করে নেয়,
প্রতারণা প্রতিদান।
প্রিয় পাঠ ভাল লাগলে মন্তব্য করুন আর ভুল হলে সমাধানে সাহায্য করুন।