আকাশ হয়েছে আধার, মৃদু বায়ূ বয়ে ছুটে চলা মেঘ,
ছন্দ মাখা শ্রাবণের সুরে পড়ছে ঝরে পাশে।

আতপত্র ধরে মাথায় ঠেকায় পানির ঝার পথচারী,
অনেকেই করছে তাড়া ভিজে যাওয়ার তাসে।

আমি চুপ থেকেছি, তাই ভিজে গেছি ঝরে পড়া শ্রাবণে,
প্রতিবাদ কিরিনি তোমায় ছাতা মেলে।

দু-বাহু গুজে নিয়েছি মেনে তোমার মুগ্ধ সুখের উল্লাসে,
আমি মধ্য দুপুরে প্রেমে পড়েছি বলে।

..............................................................
গা ভিজে নাশিকা হয়েছে ঝর্ণা, মাথাটা করেছে হ্যাং,
নাক ধরতেই ডেকে উঠে জলের কোলা ব্যাঙ।

বেশি পীরিতে কম্বল গরম, গায়ে উঠেছে বিষম জ্বর,
ডাক্তার বেটা বিষম খুশি পকেট মারার পর।