স্বপ্ন আশা দীপ্ত প্রদিপ,
দেখি মোরা অন্ধ আলোয়।
তাই বাস্তব তার প্রতিবাদী।
স্বপ্ন পুজি করা সম্পদ,
ভোগ হীনা আনন্দ স্বাদ,
বেচে থাকা মিথ্যে শান্তনা।
জীবনের ধারে স্বপ্ন অসহায়,
বাস্তব সংগ্রামী জীবন,
তাই বাস্তব যুদ্ধের সৈনিক হও।
বাস্তব স্বপ্নের অবাস্তব সমাধান,
না চাইলেও মানতে হয়,
মেনে নেওয়াটাই শাস্তির শান্তি।
তারপরেও স্বপ্নটাই জীবন শক্তি,
চেথে থাকার জন্য আশার প্রদীপ।
দেখতে দেখতে অজান্তে জীবনের অবসান।
সবার পূরণ হয় না জীবনে,
যারা স্বার্থক হয়েছে, তাদের ক্ষেত্রে,
কোন নীতি বলতে কিছু নেই, হউক সঠিক-ভুল,
স্বপ্নের সুফল ভোগ করাই তাদের নীতি।
সব স্বপ্নবান মানুষ হয়না সঠিক।
নীতিগত বাস্তবই সঠিক জীবন।