বাবু বলেন কিরে রবি, তোর রঙিন কোন পোশাক নাই?
যখন দেখি তখন তোকে সাদা-কালোয় দেখতে পাই।
না বাবুজি চাইনা আমি রঙিন কোন রং,
রঙিন বসন নয়-ছয় রূপে মনে ছড়ায় ঢং।
সাদা-কালো মনটা আমার মূল্যবোধের আলো,
তাই-ত পড়ি বসন আমি শুধুই সাদা-কালো।
অহংকারে মনটা রঙিন, দেখি রূপে চমৎকার,
সাদা, কালোয় নেই ত এমন, সরল ব্যবহার।
রঙিন মন লোক ঠকানো, লোভ ছড়ানো ফাঁদ,
চাইনা এমন জীবন আমি, চাইনা রঙিন স্বাদ।
সরল মনে সবার সাথে মিশতে আমি চাই,
খাঁটি বলে সবার মনে পাই যেন সেই ঠাই।