অনেক স্থলে দেখেছি,
মানুষ দলে দলে।
তোমার মত স্বভাবের
মানুষ না-ই মিলে।

প্রেময়সী নারী তুমি,
কি অনন্ত মহান।
পাইনি খুঁজে আছে কে?
তুল্য তব সমান।

কণ্ঠ স্বরে ভালোবাসা,
ভেসে উঠতো ভাবে।
এ মধুর মায়াদ্বারী,
কোথায় আছে তবে?

নিজ পর সর্ব জনে,
সমান চোখে দেখো।
সর্ব হৃদয় জুরে তুমি,
সমান রূপে থাকো।

আমার কাছে আ-হীন
শ্রেষ্ঠত্বের দাবীদার।
তুমি মা সত্য রূপী,
নীতির অহংকার।

ভালো গুনে প্রসংশিত,
ভক্তির অধিকারী।
তাকেই বলে মাতা,
তাকেই বলে নারী।


সম্মানিত প্রিয় পাঠক-পাঠিকা ভুল হলে দয়াকরে সংশোধন করতে সাহায্য করুন আর যদি পড়ে ভালো লাগে তাহলে মন্তব্য করুন।