ঐ আকাশে মেঘ করেছে, নাচ্ছে উদাস বায়,
এক যুগে তার ফোটছে কুসুম, খুশভো সারা গাঁয়।
কচি পাতার ডালে ডালে, পাপরি সাদা চুল,
টাপুর টুপুর বৃষ্টি ভেজা, হাসছে কদম ফুল।
মুগ্ধ হয়ে রায় কিশোরী ভেজায় কোমল আখি,
রং গুলো তার মিশে গেছে, খুশি পরান পাখি।
দুষ্ট ছেলে গাছ চড়ে ঐ তুলছে কদম ফুল,
কিশোরী রায় খাতির করে, কেড়ে নেয়ার তুল।
একটা আমার দেরে ওভাই, একটা আমায় দে,
লাগবে বেশম মুগ্ধ বরেণ, মোর খোপায় বাধতে।
উন্মাদ আমার মন খানি ঐ, পাগল করা গান,
আয় রে বাদল শোকনো গাঁয়ে, করিয়ে দে স্নান।
পাপরি গুলো বৃক্ষ তলায়, ঝরে রঙিন গালিচা,
পথিকেরা সবাই বরেণ, সুভেচ্ছা জানায় বাগিচা।