জোঁনাকী ও জোঁনাকী,
তোমার পিছে জ্বলে কী?
উত্তরে জোঁনাকী বলে,
জীবন্ত প্রদীপ জ্বলে।

রাতে তোমায় দেখি,
দিনে কোথায় থাক?
রাত ফুরালে নিঠুর তুমি,
আমায় কি মনে রাখ?

দিবাকর জ্বলে তাই,
দিবসে ঘুমিয়ে থাকি।
নিশির তমা তাড়াতে,
জ্বালাই জীবন বাতি।

নেত্র সুস্থ্য অন্ধ পথিক,
হাটে রাতের পথে।
ক্ষুদ্র প্রভার মালিক আমি,
সাহায্য করি তাতে।

ক্ষুদ্র প্রদীপ জ্বলে আমার,
কি প্রসারিত আধার।
তার-ই মাঝে মিটি ছন্দে,
দেখাই চমৎকার।




অক্ষর জ্ঞান অথবা প্রাথমিক শিক্ষা বিষয় লেখা।