শুনেনি কখনো বিবক্ষা ভাব অন্যের মতে হয়,
উর্দু হবে বাংলার বুকে, এক বোকা শাসক কয়।
বাঙ্গালী মায় শিখিয়েছে প্রকাশ করার ধারা,
চাই না তবে অন্য উপায়, বাংলা ভাষা ছাড়া।
শুরু হলো বিভ্রাট, রাষ্ট্র ভাষা নির্বাচনের রথে,
নিরীহ জাতি, প্রতিবাদে নেমেছে রাজ পথে।
৮ই ফাল্গুন, মা বলল, “কোথায় যাচ্ছিস খোঁকা?”
তোমার বুলি রক্ষা করতে, নয় তো আমি একা।
মা চিন্তায় পুলিশের গুলিতে খোঁকা যাবে মরে,
প্রতিবাদি মা তবুও বলেনি, যাসনে পথের ধারে।
ছাত্র, শ্রমিক, কুলি, মুজুর এক স্বরে শ্লোগান,
রাষ্ট্র ভাষা বাংলা চাই, বিনিময় হলেও প্রাণ।
বুলেটের মাথায় জীবন রেখেছি, করি না সংশয়,
অধিকার নিয়ে ফিরব বাড়ি, এই মোদের প্রত্যয়।
১৪৪ লঙ্গন করে, রাজ পথে ঝাঁপিয়ে পরে,
গুলির আঘাতে রতনেরা উর্বী থেকে গেল ঝরে।
হাহাকার উঠল জেগে, বাঁধন হারা মায়ের বুকে,
আঁখি জলে ভাসল সবে, শহীদদের গভীর শোকে।
দাবি মেনে স্বীকৃতি দেয় পাকিস্তান সরকার,
আমার ভাইয়ের রক্তে পেলাম বাংলা বলার অধিকার।
পৃথিবীতে এমন ভাষা বল কোথায় আছে?
রক্ত স্নানে অর্জিত ভাষা রক্ষিত ইতিহাসে।



প্রিয় পাঠক, ভুল-ত্রুটি হলে মন্তবে সমাধান করতে সাহায্য করবেন আর ভালো লাগলে নতুন লেখায় উৎসাহীত করবেন।