আনলাকী থার্টীন
রিয়াদ মোর্শেদ
চলে যায় প্রিয়তমা চলে যায় শারদীয় নবমী,
এই আনন্দ রেখে কোথায় লুকালে প্রেম সরলা তুমি।
ও শরৎ শারদী দেখে যাও দেখে যাও এসে,
ভেজা হাওয়ায় ঢেউ খেলা এই কাশঁফুলের দেশে;
তোমার প্রিয় নবগঙ্গার চর সেজেছে কি বেশে।
মন্দিরে মন্দিরে আজ সাজো সাজো রবে,
তোমার সুপ্রতিক্ষায় বসে আছি সবে।
স্বর্গ দেবী মর্তে আসে বছর ফি বছর,
বার বছরে কাটেনা তোমার অভিমানের ঘোর।
কোথায় কোন মহাসুখে কাটেগো তোমার দিন,
পড়েছে এবার পদ্মবতী আনলাকী থার্টীন।
শোকাতূর এ হৃদয় তবু আজ করে নিমন্ত্রণ,
বিরহে বিরহে দিশেহারা তোমার চাতকেরও মন।
ঐ সাদা মেঘেরা উড়ে বেড়ায় দুর-দুরান্তে,
মনের ভিতর কাঁদেরে মন মনের অজান্তে।
দেবী তুমি দেবী আমার প্রেমসাধনের দেবী,
তোমার হাতেই দিয়েছিলাম প্রেম কপাটের চাবী।
আজ তোমার চিরচেনা চলার পথের ধূলো,
জন্মনিবাস, ঘাস, পুষ্পরাজি সবুজ বৃক্ষ গুলো,
রুক্ষ, রুগ্ন, মায়াহীন বড় বেশি অসহায়
সজীব, চকচিত করো এসে তোমার প্রানের ছোয়ায়।